বরিশাল
বরিশালে ভোক্তা অধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক॥ ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ শ্লোগান নিয়ে ট্রাক শো, আলোচনা সভা এবং প্রচারণার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ চত্ব¡রে ফিতা কেটে ট্রাক শোর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
পরে এ উপলক্ষ্যে সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সচিব মো. সাইফুল হাসান বাদল। সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন।
এছাড়া সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া, মহানগর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সুমি রানি মিত্র ও সাফিয়া সুলতানা, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আমিনুর রহমান ঝান্ডা, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, জেলা ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি হিরন কুমার দাস মিঠু ও সাধারণ সম্পাদক রনজিৎ দত্তসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।