বরিশাল
বরিশালে ভেজাল খাদ্য পণ্য কারখানার সন্ধান
নিজস্ব প্রতিবেদক॥ খ্যাতনামা ব্র্যান্ডে খাদ্য পণ্যের নকল মোড়কে অননুমোদিত ভেজাল খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাতকারী একটি চক্রের সন্ধান পেয়েছে বরিশাল নগর গোয়েন্দা পুলিশ।
রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর সিএন্ডবি রোডের ইসলামপাড়া সড়কের সবুজ ভিলা নামে একটি বাসায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে অননুমোদিত ও মানহীন ১৭ ধরনের খাদ্য পণ্য এবং নামি-দামি ব্র্যান্ডের সকল মোড়ক পায় তারা।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নরেশ কর্মকার জানান, প্রাথমিকভাবে তারা এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করার বৈধ কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। নামি-দামি বিভিন্ন পণ্য নকল মোড়কে অবৈধভাবে বিক্রি করতো তারা। রাত হওয়ায় সোমবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত রেখে কারখানা সিলগালা করে রাখা হয়েছে। আজ সকালে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ফের অভিযান চালানো হবে।