বরিশাল
বরিশালে ভাতের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে অর্থ-স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক : ভাতের সঙ্গে নেশা-দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মে) রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই পরিবারের ৪ সদস্যকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রচণ্ড গরমে পরিবারের সদস্যরা দোতালার ছাদে ওঠেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাদের খাবারের সাথে নেশা-দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে ৪ ভরি স্বর্ণালংকার, অর্ধলক্ষ নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
সকালে তাদের ঘরে থাকা দেড় বছরের শিশু কান্না করলে কারও কোন সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজন তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুপুর পর্যন্ত ২ জনের জ্ঞান ফিরলেও এখনো গৃহকর্তা সমীর বেপারী ও তার স্ত্রী শিখা বেপারীর জ্ঞান ফেরেনি।