গৌরনদী
বরিশালে বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে সুমন খোন্দকার (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সুমন ওই উপজেলার বাউরগাতি গ্রামের দুবাই প্রবাসী দম্পতি ইব্রাহিম খোন্দকার ও তহমিনা বেগমের ছেলে এবং বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহত সুমনের চাচা স্থানীয় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস খোন্দকার জানান, ওই গ্রামের আবুল মীরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ইরি-বোরো ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পাতেন। একই গ্রামের সোহেল খানের বাড়ি থেকে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তার ভাতিজা স্কুল ছাত্র সুমন খোন্দকার ও তার সহপাঠী শিফাত বেপারী নিজেদের বাড়ি ফিরছিল।
পথিমধ্যে রাত ২টার দিকে আবুল মীরার অবৈধ বিদ্যুৎ সংযোগের ক্যাবলে পেঁচিয়ে ভাতিজা সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় শিফাতের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘর থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আবুল মীরা আত্মগোপন করেছে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মঙ্গলবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।