বরিশাল
বরিশালে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক : বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নিলখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (০৬ মে) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, রোববার রাত ১০টার দিকে মহাসড়কের নিলখোলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।