বরিশাল
বরিশালে বি আই ডব্লিউ টির নামে খেয়া পারাপারে লাখ লাখ আদায়
বরিশালের হিজলা উপজেলায় বি আই ডব্লিউ টির নামে খেয়া পারাপারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু মহল।এ বিষয়ে নিরব ভুমিকায় প্রশাসন।একটি সূত্রে জানা যায় বি আই ডব্লিউ টির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এসব করে আসছে বছরের পর বছর স্থানীয় একটি মহল। উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার হতে একই ইউনিয়নের ধুলখোলা পারাপারে রয়েছে দুটি খেয়া।তারা নিজেদের মত করে ছাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এসব অঞ্চলের যাত্রী বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা মুখ বুঝে সহ্য করছে এসব অনিয়ম।সায়েদ আলী সরকার নামে একজন যাত্রী জানায় তার থেকে ৬০ টাকা ভাড়া নিয়েছে এছাড়াও ৩০ কেজি চাউলের ভাড়া নিয়েছে ৫০ টাকা।এ যেনো মগের মুল্লুক। তবে বরিশাল বি আই ডব্লিউ টির পোর্ট কর্মকর্তা আবদুল রাজ্জাক জানায় খেয়া পারাপারে আমাদের কোনো ইজারা নেই ।
কেউ যদি আমাদের নামে খেয়া পারাপার করে তা সম্পন্ন অবৈধ।আমরা কাউকে ইজারা দেইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন হিজলায় অনেক গুলো খেয়াঘাট বি আই ডব্লিউ টির নামে চলছে।প্রকৃতপক্ষে খেয়াঘাট ইজারা দিবে ইউনিয়ন পরিষদ কিংবা জেলা পরিষদ।যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আলীগঞ্জ হতে ধুলখোলা খেয়াঘাট ইজারাদার সেলিম আকন বলেন বি আই ডব্লিউ টির থেকে ঘাটটি নেওয়া।তবে যাত্রী কম হওয়ায় বেশি ভাড়া আদায় করছে।