বরিশাল
বরিশালে বিশ্ব যোগাযোগ দিবসে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ॥ ৫৭ তম বিশ্ব যোগাযোগ দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) রাতে নগরীর ক্যাথলিক চার্চের বিশপ হাউজের হলরুমে বরিশাল ক্যাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে এবারের পোপ ফ্রান্সিসের বাণী ‘অন্তর দিয়ে বলা ভালবাসায় সত্যনিষ্ঠ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ডাইওসিসের ভিকার জেনারেল ফাদার লাজারুস গমেজ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, কারিতাসের ফ্রান্সিস বেপারী ও সাংবাদিক সাঈদ পাš’।
বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে এবার পোপ ফ্রান্সিস বানী ‘অন্তর দিয়ে বলা ভালবাসায় সত্যনিষ্ঠ’ দিয়েছেন। মূলত পোপের এই বানীর আলোকে মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিশপ বলেন, যে গণমাধ্যমগুলো দিয়ে আমার একে অণ্যের সাথে যোগাযোগ করছি, তার যথার্থ ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন। তিনি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। লেখনি ওউপস্থাপনের মাধ্যমে অনেক বড় সমস্যা বা বাধাকে সহজেই অতিক্রম করা যায়। তাই এই পেশার গুরুত্ব অপরিসিম। এর আগে মোমবাতি প্রজ্জলন করে ৫৭ তম বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে উৎসবের উদ্বোধন করা হয়।