বরিশাল
বরিশালে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিশ্ব বসতি দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত নগর ভবিষ্যতের জন্য আবাসন’-শ্লোগান নিয়ে গতকাল সোমবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। আলোচনা সভায় বক্তারা অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নাছিম খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন, সিটি করপোরেশনের সচিব মোঃ এবাদত হোসেন এবং জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী।