বরিশাল
বরিশালে বিএনপি’র কালো ব্যাজ ধারণ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ দশম জাতীয় সংসদে ‘একতরফা নির্বাচন করার প্রতিবাদে’ বরিশালে কালো পতাকা ও কালো ব্যাজ ধারন করে সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কালো ব্যাজ ধারণ করেন তারা। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি ‘ভোটারবিহীন’ নির্বাচনের প্রতিবাদ জানান। তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।