বরিশাল
বরিশালে বাস ভাড়া নিয়ে তর্ক শিক্ষার্থী-শ্রমিক মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনায় বাস-রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ নতুন নয়। আগের সেই ঘটনাগুলোর মতোই শনিবার (৩০ নভেম্বর) ববি শিক্ষার্থীদের সঙ্গে রুপাতলী এলাকায় বাস শ্রমিকদের মারামারি এবং সাময়িক সময়ের জন্য বরিশাল থেকে দুই রুটের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, বরিশাল নগরীর রুপাতলী গোল চত্বর এর দক্ষিণ পাশে পটুয়াখালী সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ লোকাল বাস এমকে পরিবহনের একটি বাসের সহায়কের সঙ্গে ভাড়া চাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে শিক্ষার্থীদের বাসটিকে বিশ্ববিদ্যালয় এলাকার কাঠালতলায় থামিয়ে বাস সহায়ককে (হেলপার) মারধর করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যায়।
হেলপারকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকে রাখার খবর পেয়ে রুপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা বেশ কয়েকটি বাস রাস্তায় আড়াআড়ি রেখে বরিশাল-পটুয়াখালী এবং বরিশাল-পিরোজপুর-খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ দুই রুটে যান চলাচল বন্ধ থাকার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।