বরিশাল
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ ২০২১ এর মধ্যে প্রাপ্ত বয়স্ক সকলের টিকা প্রদান নিশ্চিত করা সহ জেলা ও উপজেলা প্রর্যায়ের সকল হাসপাতালে বেড সংক্ষা বৃদ্ধি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও ডাক্তার, নার্স টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা এবং শ্রমজীবী নিম্নআয়ের লোকদের আর্থিক সহায়তা প্রদান ওসুদ মুক্ত ঋন প্রদান, সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচাারীদের টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।
আজ মঙ্গলবার (১৭ই) আগস্ট সকাল সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এই কর্মসূচি পালন করেন তারা।
বাম গণতান্ত্রিক জোটের বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিতেত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি নেতা কমরেড এ.কে. আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা আহবায়ক কমরেড অধ্যাপক জলিলুর রহমান,গণ সংহতি আন্দোলন জেলা আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু,বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বিপ্লবী ওয়াকার্স পার্টি নেতা হারুনর রসিদ মাহমুদ,বাসদ মাক্সবাদী নেতা কমরেড সাইদুর রহমান ও বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন প্রমুখ।