বরিশাল
বরিশালে বইপড়া কর্মসূচির উদ্বোধন
বরিশালে ৯ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বইপড়া কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ মে) জেলা শিল্পকলা একাডেমিতে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, বিকাশের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও আলোকিত মানুষ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বিকাশের এ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। নতুন আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব।