ঝালকাঠি
বরিশালে ফুটবল খেলার খোড়া অজুহাতে মাদ্রাসার তিন ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
নিজস্ব প্রতিবেদক : ফুটবল খেলার খোড়া অজুহাতে মাদরাসার তিন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ জুন) বিকেলে মাদরাসার তাহেলি ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (১৬), পটুয়াখালীর ছোট দিঘাই এলাকার খলিলুর রহমানের ছেলে রুবায়েত (১৬) এবং ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে এলাকার মাহমুদ হাসানের ছেলে ইয়াসিন হাসান নাইম (১৬)। এদের মধ্যে ইয়াসিন হাসান নাইম গুরুতর আহত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুরে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন । খেলা শেষে ফিরে আসলে ওই শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিনকে একাধিক বার ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঝালকাঠি এনএস কামিল মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।