গৌরনদী
বরিশালে প্রভাষকের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনতাই
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের প্রভাষকের ওপর হামলা চালিয়ে মারধরসহ নগদ অর্থ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে কতিপয় সন্ত্রাসীরা।
রোববার দিবাগত রাতে জেলার গৌরনদী টিএন্ডটি অফিস সংলগ্ন তার (প্রভাষক) ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে হামলায় আহত প্রভাষক মোঃ আলী হোসেন শরীফ জানান, রোববার দিবাগত রাত আটটার দিকে টিএন্ডটি অফিস সংলগ্ন তার মুদি মনোহরির দোকান মের্সাস হাবুল স্টোরে বসা ছিলেন। আকস্মিকভাবে স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়।
এসময় তাকে রক্ষার জন্য তার সহদর আবুল হোসেন শরীফ এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর করে। একই সময় তারা (হামলাকারী) ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভাংচুর করে নগদ অর্থসহ প্রভাষকের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।