বরিশাল
বরিশালে প্রথম অনলাইনে মামলার শুনানি
নিজস্ব প্রতিবেদক : বরিশালে কারফিউয়ের কারণে আসামি আদালতে আনার ঝুঁকি এড়াতে প্রথমবারের মতো অনলাইনে মামলার শুনানি হয়েছে। রোববার দুপুরে আসামিকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ শুনানি করেন।
এসময় বিচারক, আসামি, আইনজীবীসহ সংশ্লিষ্টদের কথোপকথন অনলাইনে সম্পন্ন হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা জঙ্গিবাদিতায় অভিযুক্ত আসামি আতিকুর রহমানের (২৪) ইচ্ছাতে বিচারক তার মায়ের সঙ্গে অনলাইনে সাক্ষাতেরও সুযোগ দেন। বিচারকাজ চলাকালে কারাগারের অভ্যন্তরে থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কারা কর্মকর্তা এ কাজের সমন্বয়ক হিসেবে সহায়তা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার কাওসার হোসেন। তিনি বলেন, আদালতের বিচারক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইনের ০৫ ধারার ক্ষমতাবলে অনলাইনে বিচার পরিচালনা করেছেন। ফলে ভয়ংকর আসামিকে কারাগারে রেখেই সব বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আদালতের বিচারক সব পর্যায়ে অডিও ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করেছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে জেএমবির সামরিক শাখার সদস্য আতিকুর রহমানকে গ্রেফতার করে র্যাব। তখন তার কাছ থেকে বিদেশি পিস্তল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। সেই মামলায় তিনি কারাগারে রয়েছেন। আতিকুর রহমান বরগুনা সদরের রায়ভোগ গ্রামের মৃত গোলাম কবির মাতুব্বরের ছেলে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, এসব ক্ষেত্রে অনলাইনে বিচারকাজ পরিচালনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। এছাড়া এ পদ্ধতিতে সরকারের ব্যয় হ্রাস করা সম্ভব। পাশাপাশি বিচার সংশ্লিষ্টরা দুর্ভোগ ছাড়াই বিচারকাজে অনলাইনে যুক্ত হতে পারবেন।