বরিশাল
বরিশালে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশালে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, লাল রংয়ের মেক্সি পরিহিত ওই নারীর বয়স পঞ্চাশের বেশি হবে। বুধবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বিআরটিসির বাস ডিপোর পিছনের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিআরটিসি বাস ডিপোর পিছনের পুকুরে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে ৫/৬ দিন আগে মৃত্যু হয়েছে। পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না।
লাল রংয়ের মেক্সি পরিহিত ওই নারীর বয়স পঞ্চাশের বেশি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নারীর পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হবে বলেও জানান ওসি লোকমান।