বরিশাল
বরিশালে পিকআপ ভ্যান-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ ভ্যান ও থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস (৬০) বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা ও একজন ক্ষুদ্র (সবজি) ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহত সবজি ব্যবসায়ী ইউনুস একটি থ্রি-হুইলারে (মাহিন্দ্রা) চেপে বরিশালের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থান অতিক্রম করার সময় বাসা-বাড়ির মালামাল বোঝাই একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয় থ্রি-হুইলারটির। এতে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে থানা পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়েছে।