বরিশাল
বরিশালে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে আটকে রেখে নি*র্যাতন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় দোকান বাকির ১০ হাজার টাকা চাওয়ায় ব্যবসায়ী হানিফ সিকদারকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে প্রথমে দোকানে ও পরে বাসায় নিয়ে নির্যাতন করেন দাদন কারবারি মনির সরদার।
নগরীর নথুল্লাবাদ এলাকার হোসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন কাঁচাবাজারে পোলট্রি ব্যবসা করেন হানিফ। তিনি জানান, সপ্তাহে ২ হাজার সুদ দেওয়ার শর্তে মনিরের কাছ থেকে তিনি ৪০ হাজার টাকা নেন। গত তিন মাসে ২৪ হাজার টাকা দিয়েছেন। এ সময়ে দোকান থেকে মনির ১০ হাজার টাকার মুরগি নিয়েছেন। গত পরশু দোকান বাকি চাইলে ক্ষুব্ধ হন মনির। শনিবার সকালে দোকানে এসে সুদসহ আসল টাকা দাবি করেন। বিপরীতে বকেয়া চাইলে মারধর করে বাড়িতে নিয়েও ঘণ্টাব্যাপী নির্যাতন করেন তিনি।
স্থানীয়রা উদ্ধার করে হানিফকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
তবে সুদ নেওয়ার অভিযোগ অস্বীকার করে মনির বলেন, হানিফ একাধিক দিন ওয়াদা করেও ধার শোধ করেননি। শনিবার এ নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে তাঁকে কয়েকটি চড়থাপ্পড় দিয়েছি।
কোতোয়ালি মডেল থানার এএসআই মো. জামাল জানান, নির্যাতনে হানিফের শরীরে জখম হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে মনিরকে আটকের চেষ্টা চলছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক বিপ্লব বলেন, হানিফ অভিযোগ দিয়েছেন। উভয়কে ডেকে বিষয়টি মীমাংসা করা হবে।