বরিশাল
বরিশালে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিভাগীয় মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক॥ বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল ক্লাবে এই সভায় বিভাগের ৬ জেলার সংসদ সদস্য, সিটি মেয়র, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগের সভাপতি আর সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এখানে বরিশাল জেলা অওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু কেবল শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে তৈরী হয়েছে। এই সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেয়ার জন্য ভূমিকা রাখবে। তাই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক
অংশ নেবে।
এজন্য সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা কোথায় কিভাবে করা হবে স্থানীয় নেতৃবৃন্দের মতামত অনুযায়ী তা করার জন্য তাদের এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন।