বরিশাল
বরিশালে নয় বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর রুপাতলি বসুন্ধরা হাউজিং থেকে নয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি বরগুনা জেলার ছগির ইসলামের ছেলে ইয়াসিন (৯)। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রিয়াজ-২ ও স্বজনদের সূত্রে জানা যায়,গত সোমবার দাদীর সাথে তার বোনের বাসায় বেরাতে আসেন ইয়াসিন। গতরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা ইয়াসিনকে। সকালবেলা রেডিও সেন্টারের পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের উপরে জবাই করা অবস্থায় দেখতে পায় তাকে।ইয়াসিন মাদ্রাসা ছাত্র ছিলেন বলেও জানান তারা।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, সকাল নয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখেতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। রুপাতলি রেডিও সেন্টারের পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের উপর শিশুটিকে রাতের আধারে কেউ জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেন তিনি।
তিনি আরো বলেন, এটি একটি হত্যাকান্ড এটা নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিমসহ পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছেন।