বরিশাল
বরিশালে নারীপক্ষের উদ্যোগে প্রশাসনের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা
নারীপক্ষর উদ্যোগে ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় বিএমকেএস-এর আয়োজনে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার তামান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্যামত, রহমতপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইসরাত জাহান, উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা রহিমা খানম, বিএমকেএস-এর পরিচালক কাওছার পারভীন ও বাবুগঞ্জ তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী টুম্পা হালদার প্রমুখ।
সভায় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালিন স্বাস্থ্য এবং মানসিক পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হয়। নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয় ও কিশোর কিশোরী এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে কর্মকর্তারা জানান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন দপ্তরের যুব বিভিন্ন প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার তামান্না বলেন, নারীপক্ষ সংগঠনটি সবসময়ই জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রেখে আসছে।
ইতিপূর্বে তারা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাদের জনকল্যাণমূলক সকল কাজে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।