বরিশাল
বরিশালে নাজেম’স ও ইউরোটেলের স্টাফদের তুলকালাম কান্ড
নিজস্ব প্রতিবেদক।।
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নাজেম’স রেস্তোরাঁ ও ইউরোটেলের স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ১০/১২জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরবেলা বরিশাল নগরীর বগুড়া রোডে এই তুলকালাম ঘটনা ঘটে।
নাজেম’স রেস্তোরাঁর ক্যাশিয়ার জানান, দুপুর ১টার দিকে ইফতারির মালামাল আনছিলো আমাদের স্টাফরা,,এসময় দোকানের সামনে ইউরোটেলের ৮/১০ জন লোক দাঁড়ানো ছিলো।
তখন আমাদের স্টাফরা ইউরোটেলের লোকজনকে ইকটু সরে দাঁড়াতে বললে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের স্টাফদের চরথাপ্পর মারে।
এঘটনা দোকানের অন্য স্টাফদের চোখে পড়লে ঘটনা সংঘর্ষে রুপ নেয়। উভয়পক্ষের মারামারিতে আমাদের বিপুল পরিমান ইফতার সামগ্রী নষ্ট হয়ে যায়।
শুধু তাই নয়, ঘটনার সময় দোকানের কাস্টমারদের গায়েও আঘাত লাগে।
মারামারির বিষয়ে ইউরোটেলের এক কর্মচারী বলেন, দুপুরবেলা নাজেম’স রেস্তোরাঁর সামনের লাইটপোস্টে কাজ করছিলাম আমরা। এসময় ঐ দোকানের কয়েকজন আমাদের উদ্দ্যেশ্য করে গালিগালাজ করে।
কি কারনে আমাদের গালিগালাজ করছেন? এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো আমাদের বেধড়ক মারধর করেন তারা।
এবিষয় ইউরোটেলে ও নাজেম’স রেস্তোরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, তুচ্ছ বিষয়ে আমাদের স্টাফদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে, তবে মারামারির পর আমরা উভয়ে মীমাংসা করে দিয়েছি।