রাজনীতি
বরিশালে নতুন করে একজনের করোনা শনাক্ত, জেলায় আক্রান্ত বেড়ে ৩৪
নিজস্ব প্রতিবেদক ।।বরিশাল মহানগরীসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরো একজন বেড়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ জন। নতুন আক্রান্ত হওয়া ব্যক্তি বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে নমুন পরিক্ষা করা হলে কোভিড-১০ পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর পরই ওই ব্যক্তির বাড়ি এবং তার সংস্পর্শে আশা ব্যক্তিদের চিহ্নিত করে লকডাউনের আওতায় আনার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। পর্যায়ক্রমে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, বরিশাল মহানগরীতে ১০ জন, মুলাদীতে ১ জন, হিজলায় ৩ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ৩ জন, উজিরপুরে ১ জন, বানারীপাড়ায় ২ জন, মেহেন্দিগঞ্জে ২ জন এবং বাকেরগঞ্জে ১ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া মুলাদীতে একজন ঘের শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে।