বরিশাল
বরিশালে দোকানের অ্যাকুরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কচ্ছপ বিক্রির সময় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ জুন) সকালে বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৩১ মে) রাতে নগরীর ভাটিখানা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
আবু সুফিয়ান সাকিব জানান, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে কচ্ছপ বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ওই দোকানের অ্যাকুরিয়াম থেকে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়, যা পরে বনকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, দোকানি প্রথমবার অপরাধ করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানকালে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী গ্রুপের সদস্যরা সহযোগিতা করেন।