বরিশাল
বরিশালে দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুরের মেঘনা নদীতে হিজলা ও মুলাদী উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা শুক্রবার বিকালে যৌথ অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ থেকে হাতিয়াগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে ২৬ বস্তা নতুন ইলিশ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জালের পরিমাণ প্রায় ৭৮ লাখ মিটার। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা। তিনি আরও জানিয়েছেন, জব্দকৃত কারেন্ট জাল মোবাইল কোর্টের মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে হিজলা কোস্টগার্ডের সিসি কন্টিনজেন্ট কমান্ডার সোহেল রানা, মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।