বরিশাল
বরিশালে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। এরই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলার বিশারদ-কুন্দিয়ালপাড়া এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতো রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোঃ জাকির হোসেন নান্নুর আয়োজনে ও তার উদ্যোগে বিশারদ ও কুন্দিয়ালপাড়া গ্রামের প্রায় ২ শতাধীক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি এ্যাড. মহসিন মন্টু, মনিরুল আহসান তালুকদার, মহনগর বিএনপির যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা যুবদল (দক্ষিন) সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদল (উত্তর) সাধারন সম্পাদক সালাহউদ্দিন পিপলু, কোতয়ালি থানা বিএনপির সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খাঁন, মোশ ওলিদ খাঁন, বরিশাল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ কামরুল আহসান, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল , সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হাসান তসলিম, কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আলামিন মৃধা, বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মাহবুবুল আলম বাবুল, সাধারন সম্পাদক মোঃ হেলাল সিকদার, উপজেলা যুবদল নেতা মোঃ মিলন হাওলাদার মিলু, শাকিল ঢ়াড়ি, চাঁদপুরা ইউপি সদস্য মোঃ নুর হোসেন খাঁন, যুবদল নেতা মোঃ ওবায়দুর রহমান মামুনসহ প্রমুখ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোঃ জাকির হোসেন নান্নু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে সুস্ঠভাবে শীতবস্ত্র বিতরন করতে পেরে আমরা আনন্দিত। এই কনকনে শীতে গরীব অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা কম্বল পাওয়া থেকে বঞ্চীত হবেন পর্যায়ক্রমে তাদেরকে আবার শীতবস্ত্র দেয়া হবে।