আগৈলঝাড়া
বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অভি সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকেলে উপজেলার স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি সরদার গৌরনদী উপজেলার কসবা গ্রামের আবু বক্কর সরদারের ছেল। অভি সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ।
দুর্ঘনায় আহত প্রত্যয় বাড়ৈ (২৪) আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামের রমনীকান্তর ছেলে।