বরিশাল
বরিশালে থানার সামনে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে থানার সামনে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে যুবদল নেতা ইউসুফ খান রনি (৩৬) কে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। তিনি বরিশাল মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। গতকাল রবিবার ২৯ ডিসেম্বর নগরীর লাইন রোড এলাকায় থানার সামনেই এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলার সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে থানার মধ্যে আশ্রয় নিলে সেখানে ঢুকে ফের কোপাতে থাকে সন্ত্রাসীরা। পরে সেখান থেকে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ঘটনা সূত্রে জানা গেছে, নগরীর লাইন রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন ইউসুফ খান রনি। তিনি ব্যবসায়ী রতন আলী খানের ছেলে। ঘটনার দিন রাত ১১ টার সময় লাইন রোডে বাবরি জামে মসজিদের সামনে নিজের মোটরসাইকেলে বসা থাকা অবস্থায় একদল সন্ত্রাসীরা সিএনজি থেকে নেমেই তাকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে দৌড় দিয়ে থানার মধ্যে ঢুকে পরে ওই যুবদল নেতা। এ সময় সন্ত্রাসীরা তার পিছু তাড়া করে থানার মধ্যে ঢুকে ফের কোপাতে থাকে।
রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গলার ডান পাশে, বাম হাতে, পায়ে এবং পিঠে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে রনির ডাক চিৎকারে পুলিশ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ভাড়াকৃত সিএজি ও মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ রনিকে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে রনিকে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
যুবদল নেতা রনির স্ত্রী জানিয়েছে, কি কারনে তাকে কুপিয়ে আহত করা হয়েছে তা এখনো জানতে পারিনি। আমার স্বামীর পোর্ট রোডে মুরগির ব্যবসা রয়েছে। ব্যবসায়িক কোন দ্বন্দ্ব থেকে তার উপর হামলা করা হয়েছে কিনা তাও জানতে পারিনি। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার পার্থ জানিয়েছেন, গতকাল হামলার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এসআই মুহিদ মোর্শেদকে নিয়ে সকল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে। শীগ্রই তাদের গ্রেফতার করা হবে।