বরিশাল
বরিশালে ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ডায়রিয়া রোগীদের জন্য ৩৫ কার্টন আইভি স্যালাইন সহায়তা দিয়েছে ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন। সংগঠনের নিজস্ব অর্থায়নে কেনা এই স্যালাইন রবিবার বিকেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাসের কাছে আনুষ্ঠানিভাবে হস্তান্তর করা হয়।
এ সময় বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি হালিম রেজা মোফাজ্জেল, সাধারণ সম্পাদক শারমিন আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিকু ও কাজী মিরাজ, কোষাধ্যক্ষ ডা. নজরুল ইসলাম, আব্দুল জলিল এবং স্বপন কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডায়রিয়া প্রকোপের সময় জনগণের জন্য স্যালাইন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।