বরিশাল
বরিশালে ট্রলির ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল-ভোলা সড়কের বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারে ট্রলির ধাক্কায় আব্দুল মালেক খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সংলগ্ন চরমোনাই ইউনিয়নের চরগোপালপুর-নলচর গ্রামের বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, আব্দুল মালেক খান বয়স্ক ভাতা নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের যাচ্ছিলেন। পথে ট্রলির ধাক্কায় তিনি নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।