বরিশাল
বরিশালে ট্রলার থেকে ৪টি অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীর ভাসানচরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি ট্রলার থেকে ৪টি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন।