বরিশাল
বরিশালে ঝাড়ের পানি প্রকাশ্যে অবৈধ ভাবে রিফিল
নিজস্ব প্রতিবেদক॥ মানুষ ভালো ভাবে সুস্থ্য থাকার জন্য পিওর পানি পান করার প্রত্যায় নিয়ে ঝাড়ের পানি ক্রয় করে থাকেন। কিন্তু সেই ঝাড়ের পানি প্রকাশ্যে অবশিষ্ট পানি দিয়ে ঝাড় পুর্ণ কররা দৃশ্য চোখে পড়ে যায়। বরিশাল নগরীর কাকলীর মোড় এলাকায় আজ রবিবার(১৩ মার্চ) বেলা সোয়া ১২ টার দিকে এমন এক ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দী হয় গণমাধ্যমকর্মীর।
এই কোম্পানির নাম হলো আলভী ইন্টারন্যাশনাল। বরিশালে এসব পানি কোম্পানির দিকে সরকারী কোন দপ্তরের দৃষ্টি নাই। মানুষ পিওর পানির ঝাড় ক্রয় করে থাকে ৫০ টাকায় আর এসব পানি যদি এভাবে রিফিল হয় তাহলে মানুষের ভালো থাকার জায়গা কোথায়।
দৃশ্যটি ক্যামেররা বন্দি করার পরে কথা হয় আলভী ইন্টারন্যাশনাল কোম্পানির একজনের সাথে তিনি জানান, একটি ব্যাংকে নতুন ঝাড় চাওয়ায় তারা এমনটা করছে। অপরদিকে নগরবাসী বলছে সরকারী তদারকি না থাকার কারণে এসব কোম্পানি এই কাজ করার সুযোগ পেয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় বরিশাল সদর হাসপাতালের এক চিকিৎসকের সাথে তিনি জানান, এসব নষ্ট পানি পান করলে শরীর নানাবিধ রোগ বাসাবাধে। এতে ডাইরিয়ার সংক্রমন হওয়ার সম্ভবনা অনেক বেশি।
এব্যাপারে বরিশাল বিএসটিআই এর উপ-পরিচালক মোঃ শফিউল্লাহ জানান, আমরা বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আইনি এ্যাকশন নিয়েছি। কিন্তু কোন পানি বাইরে রিফিল করার সুযোগ নাই।