বরিশাল
বরিশালে জেন্ডার বৈষম্য দূর ও পরিবেশ রক্ষায় তরুণদের নিয়ে কর্মশালা
নিজস্ব প্রতিবেদক : বরিশালে কিশোর এবং পুরুষকে সম্পৃক্ত করে জেন্ডার বৈষম্যতা দূরের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে কর্মশালা হয়েছে। শনিবার নগরীর একটি হলরুমে অর্ধশত তরুণকে নিয়ে দিনভর এ কর্মশালা হয়। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট, প্রতীকি যুব সংসদ এবং বেডস এর আয়োজনে এ কর্মশালা হয়েছে।
কর্মশালায় অতিথি ছিলেন, প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম, ইয়ুথনেটের এ্যাডভোকেসী অ্যাডমিন আরিফুর রহমান, জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা প্রমুখ। বক্তারা বলেন, বরিশালে কিশোর এবং পুরুষকে আরো বেশি সচেতন করতে হবে। পাশাপাশি পরিবেশকে সুরক্ষা করতে হবে।
বর্তমানে জেন্ডার বৈষম্যতা একটি অন্যতম সমস্যা। সমাজে এ বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা দরকার। ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা বলেন, নারী-পুরুষ সম্বলিত ভাবে পরিবেশ রক্ষায় সমান ভূমিকা পালন করতে হবে।
তিনি পরিবারের কাজগুলোতে নারী ও পুরুষকে একে অপরকে সহোযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন সমাজে ভালো কাজগুলোকে সবার উৎসাহিত করতে হবে যেমন গাছ লাগানো, নদী দূষণ থেকে বিরত থাকা ইত্যাদি। ইকোম্যান প্রকল্পের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আরও বলেন এ প্রকল্পটি বর্তমানে বরিশাল সহ ও আরো তিনটি জেলায় সক্রিয় রয়েছে।
পুরুষ ও কিশোরদের প্রতি আহ্বান করে তিনি বলেন নারীরা শুধু ঘরের কাজ করবে এমন সামাজিক রীতিনীতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে এবং পাশাপাশি পরিবেশের উপদান গাছপালা, নদী ইত্যাদির রক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।
আরিফুর রহমান বলেন, যারা নেতৃত্ব দেন তাদের মাধ্যমে সমাজে নারী পুরুষের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন এক্ষেত্রে যেমন জনপ্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে ঠিক তেমনি জনসাধারণের এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি এ অনুষ্ঠানের এর সমাপ্তি ঘোষণা করেন।