বরিশাল
বরিশালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিতীতে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৮শত দুস্থ এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগরের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু। উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মনজু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, সহ-সভাপতি মোমেন ইসলাম কোটন, এ্যাড. নাজিম উদ্দিন পান্না
মশিউর রহমান মিঠু, মোঃ আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিক সুলাইমান, মিজানুর রহমান বাপ্পি, আরিফুর রহমান নুন্না, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্যাহ সাদী, মোঃ রিমন শিমু, মোঃ জাকিরসহ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেৃবৃন্দ উপস্থিত ছিলেন।