বরিশাল
বরিশালে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর মোঘলটুলী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর নাম পরিবতন এর প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও মহানগর ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এ্যাডভোকেট আবদুল মালেক, সাধারন সম্পাদক নাদিম, সহ সভাপতি সাইদুর আলম মিরন, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, এইচ এম আল আমিন, আক্তারুজ্জামান সাব্বির, সহ সাধারন সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইউসুব প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে নগরের সদর রোডে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয়ে আসে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অপরদিকে বিকালে একই প্রতিবাদে মহানগর ওয়ার্ড ছাত্রদল কর্মীরা প্রথম ধারার নেতাদের ছাড়াই সদররোডে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয়ে প্রবেশ করে এক প্রতিবাদ সভা করে।
এসময় বক্তব্য রাখেন গাজী মজিবর, তুহিন হাওলাদার, সজিব কাজী, মোস্তাফিজুর রহমান, আরমাস ও সুজন প্রমুখ।
পরে একটি দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে সড়কের উঠার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা আর এগুতে পারেনি।