বরিশাল
বরিশালে জাতীয় ভোটার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক॥ “মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার” এ স্লোগানে বরিশালে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
পরে সম্মেলন কক্ষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ।