বরিশাল
বরিশালে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালসহ দেশের চার ভেন্যুতে একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ ২০২০-২০২১। সোমবার (২২ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো দলের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দার। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে বিসিবির পরিচালক আলমগীর খান আলো বলেন, ঢাকা মেট্রোর খেলোয়াড় সাদমান ইসলাম করোনা আক্রান্ত হলেও তা টিম বা খেলার ওপর কোনো প্রভাব ফেলবে না। সাদমানকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে সব ধরনের সতর্কতা সুরক্ষা নিশ্চিত করার কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় শুরু হয় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের খেলা। টস জিতে ব্যাটিং করছে বরিশাল বিভাগ। বেলা সোয়া ১১টা পর্যন্ত দুই উইকেটে ৫০ রান করেছে বরিশাল বিভাগ।