বরিশাল
খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবীতে
বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টায় বরিশাল আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের সভাপতি এ্যাড,মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্রীয় সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল,
বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মোঃ শহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক এ্যাড সাদেকুর রহমান লিঙ্কন, আইনজীবী ফোরাম সদস্য ও বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ আহমেদ বাবলু।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন এ্যাড, জসিম উদ্দিন, এ্যাড, মালেক, এ্যাড, সরোয়ার হোসেন,এ্যড, মোখলেচুর রহমান,এ্যাড,হুমাউন কবির মাসুদ,এ্যাড, হুমাউন কবির বাপ্পি,এ্যাড,আনিস,এ্যাড, তারেক আল-ইমরান সহ সহ বিভিন্ন আইনজীবী ফোরামের সদস্যরা অংশ গ্রহন করে।
পরে আইনজীবী সমিতি ভবনের দোতালায় এ্যাড, মহসিন মন্টুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ।