বরিশাল সদর
বরিশালে জনতা ব্যাংক লকডাউন
রিশালে জনতা ব্যাংকের এক সিকিউরিটি গার্ডের শরীরে করোনার সংক্রামক শনাক্ত হওয়ায় ব্যাংকটিকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির জনতা ব্যাংক শাখার সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ ঘোষণা করে লকডাউন করা হয়৷ বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলসকাঠী শাখার জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ড কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য বাকেরগঞ্জের ডিজিটাল ক্লিনিক নামে একটি ক্লিনিকে ভর্তি হয়। পড়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটিতে ভর্তি করা হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে রোববার বিকেলে তার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর পরই রোববার রাতে ওই ব্যক্তির কর্মস্থল জনতা ব্যাংক শাখা ও চিকিৎসা নেয়া ডিজিটাল ক্লিনিক লকডাউন ঘোষণা করা হয়। এছাড়াও ৬৫ বছরের এই ব্যক্তির বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামে তার বাড়ি ও এর আশপাশের আধা কিলোমিটারের মধ্যে থাকায় ৮টি বাড়ি সম্পূর্ণভাবে লকডাউন করে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবী রায় জানান, কলসকাঠি শাখার জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ডের শনাক্তের পরপরই ওই এলাকায় করোনার বিস্তার রোধে প্রশাসনিক ভাবে জনতা ব্যাংক শাখা, সিভিল সার্জনের পরামর্শে ডিজিটাল ক্লিনিক ও জেলা প্রশাসকের নির্দেশে তার বাড়িসহ আশেপাশের আধা কিলোমিটারের মধ্যে আটটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।।