বরিশাল
বরিশালে ছাত্র ফেডারেশনের ৯ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক॥ শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফি অর্ধেক করা এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালে ছাত্র ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ উপলক্ষ্যে এক সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অতিথিরা।
জেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মো. গোলাম মোস্তফা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমিন শেখ, বরিশাল মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি ইসরাত জাহান সুরাইয়া, ছাত্র নেতা জামিল আহমেদ, হাসিব আহমেদ, আরিফুর রহমান মিরাজ, মো. জাবেদ, রাইসুল ইসলাম সাকিব ও সাকিবুল ইসলাম সাকিব।
সমাবেশ শেষে অশি্বনী কুমার হলের সামনে থেকে ছাত্রফেডারেশনে নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবী সংবলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে একটি র্যালি বের করেন। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।