বরিশাল
বরিশালে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল মাছ বাজার থেকে এক ব্যাংকারের চুরি যাওয়া মোটরসাইকেলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উজিরপুরের কালিহাতা গ্রামের ফরাজী বাড়ির তৌসিফ রাব্বী (২৬) এবং বানারীপাড়ার চাখার গ্রামের বাচ্চু সিকদার (২৬)। এর মধ্যে রাব্বী নগরীর ভাটিখানা বাজার গলির ফাতেমা মঞ্জিলের ভাড়াটিয়া।
বিএমপি’র মিডিয়া সেল সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল সদর জোনাল অফিসের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা তার ব্যবহৃত বাজাজ ১০০ সিসি মোটরসাইকেলটি নথুল্লাবাদ মাছ বাজারের সামনে রেখে বাজারে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাজার থেকে বেরিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় ওইদিন সকালেই বিমান বন্দর থানায় অভিযোগ করেন ওই ব্যাংকার।
পুলিশ পরদিন ৫ ফেব্রুয়ারি গভীর রাতে একই থানাধীন মাধবপাশা বাজার থেকে চোরাই বাজার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার এবং তৌসিফ রাব্বীকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী বিভিন্ন চক্রের চোরাই মোটরসাইকেল মাধবপাশার চাখার গ্রামের মো. বাচ্চু সিকদার ও তার ভাই রিপন সিকদারসহ অন্যান্যদের কাছে বিক্রির কথা স্বীকার করে।
সেই সূত্র ধরে চাখার গ্রামে অভিযান চালিয়ে ৮০ সিটি একটি চোরাই মোটরসাইকেলসহ বাচ্চুকে আটক করে পুলিশ। মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।