বরিশাল
বরিশালে ‘চাকরি না হওয়ায়’ বিএসসি ইঞ্জিনিয়ারের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) সকালে নগরীর ঝাউতলা দ্বিতীয় গলির নিজ বাসার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব মিস্ত্রি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুভদ্বীপের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
শুভদ্বীপের বড় বোন স্বর্ণা বলেন, তাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সংকটেও রয়েছেন তারা। শুভদ্বীপ বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও চাকরি পাচ্ছিল না। সে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিল। এ কারণে শুভদ্বীপ হতাশায় ভুগছিল।
সে কারণেই আমার ভাই আত্মহত্যা করেছে। মা অর্পণা সেন বলেন, ‘শনিবার দিবাগত রাতে সবাই খাবার খেয়ে ঘুমাতে যাই। রবিবার সকালে শুভদ্বীপের রুমের দরজায় আঘাত করলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। তখন দরজার ফাঁক দিয়ে শুভদ্বীপকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’