বরিশাল
বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২৯ মে) বিকাল ৪ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নগরীর চরবাড়ীয়া ইউনিয়নের সাপানিয়া আশ্রয়ন প্রকল্পের ৫০জন বাসিন্দাসহ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ ও তালতলী এলাকায় শতাধিক জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। এসময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা চলমান থাকবে।