বরিশাল
বরিশালে গ্রামীণ নারীদের মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে গ্রামীণ নারীদের মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০টি সেলাই মেশিন দিয়েছে জেলা পরিষদ। রবিবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তার কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলার ১০ উপজেলার গ্রামীণ দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।