গৌরনদী
বরিশালে গৃহবধুকে শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক॥ জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার বসতঘরে ঢুকে এক গৃহবধুর শ্লীলতাহানী ঘটানো হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধু বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী মডেল থানাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দরী মৌজায় ভুক্তভোগীর বসতভিটে দখল করার জন্য দীর্ঘ যাবত অপচেষ্টা চালিয়ে আসছে একই এলাকার আজিজ বেপারীর পুত্র হানিফ বেপারী ও জুলহাস বেপারী।
গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) হানিফ বেপারী ও জুলহাস বেপারীর নেতৃতে ৪/৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গৃহবধুর বসতভিটে দখল করতে যায়। এসময় বসতঘরের দরজা ভেঙ্গে গৃহবধুর শ্লীলতাহানি ঘটায় জুলহাস বেপারী।