বরিশাল
বরিশালে গাড়ির ফিটনেস ও লাইসেন্স না থাকায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ (ঢাকা-বরিশাল) মহাসড়কে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রামপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন, রুমান, আল-আমিন, হাসান খান, সোহেল, বাচ্চু।
ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী ৩টি মামলার বিপরীতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জাটকা পরিবহন করার অপরাধে দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল এবং বিআরটিএর কর্মকর্তারা।