বরিশাল
বরিশালে গাঁজাসহ গ্রেপ্তার ২ নারী
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে ছয় কেজি গাজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। পরে তাদের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের সদর রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাখাওয়াত হোসেনের মেয়ে সালমা আক্তার লিপি (৩৫) ও একই জেলার ফকিরহাট থানার হারুয়াডাংগা গ্রামের আরিফা আক্তার (১৯)।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, দুই নারী মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।