বরিশাল
স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
বরিশালে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক ॥ মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দানকারী স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) ষষ্ঠ দিন সকাল থেকে বরিশাল সদর উপজেলার ৬৪ জন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। তাদের দাবি বেতন বৈষম্যের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। সরকার তাদের দাবি পূরন না করা পর্যন্ত কাজে ফিরবেন না তারা।
এদিকে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় বরিশালের ২৫৮০টি কেন্দ্রে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচী বন্ধ রয়েছে।



