গৌরনদী
বরিশালে গরীবের ডাক্তারের ম্যুরাল উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র শেবাচিম হাসপাতালের সাবেক চিকিৎসক ও জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গরীবের ডাক্তারখ্যাত মহাপ্রান চিকিৎসক প্রয়াত ডাঃ দাস রনবীরের মুর্যাল উদ্বোধন করা হয়েছে।
প্রয়াতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নাগরিক শোকসভা শেষে মুর্যালের উদ্বোন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে নাগরিক শোক সভায় প্রধান অতিথি ছিরেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
শেষে অতিথিরা গরীবের ডাক্তারখ্যাত দাস রনবীরের মুর্যাল ও রনবীর চত্বরের উদ্বোধণ করেন। এসময় প্রয়াত চিকিৎসকের সহধর্মীনি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।