বরিশাল
বরিশালে গণত্রাণ সংগ্রহে শিক্ষার্থীদের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের পানিবন্দী মানুষসহ পোষা প্রাণীর জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (২৪ আগস্ট) নগরীর অশ্বিনী কুমার হল, লঞ্চঘাট, দুই বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করেছেন তারা।
এসময় শিক্ষার্থীসহ জনসাধারণ মানুষ ও প্রাণির খাবার, পোষাকসহ নগদ অর্থ সহায়তা করতে দেখা যায়। এসব কার্যক্রম পরিচালনা করছে, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন (বিএম) কলেজ, হাতেম আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর নূর বলেন, ইতোমধ্যে একটি উদ্ধারকারী দল কিছু ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকায় পৌঁছে গেছে। আরও সহযোগিতার জন্য আমাদের একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে অর্থ সহযোগিতা সংগ্রহ করছে। বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমরা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে বন্যা আক্রান্ত মানুষদের সাহায্যার্থে নগদ অর্থ ও পুরনো কাপড় সংগ্রহ করছি। দ্রুতই এসব সহযোগিতা উত্তরাঞ্চলে পৌঁছে যাবে।